শীতের গভীর রাতে বরিশাল নগরীর বেলসপার্কের ফুটপাতে পাতলা পোশাকে কাঁপছিল চার বছরের শিশু ইব্রাহিম। বাবার অনুপস্থিতি আর মায়ের হারিয়ে যাওয়ার কারণে সে অসহায় অবস্থায় সেখানে শুয়ে ছিল। এমন করুণ দৃশ্য শুক্রবার (২৭ ডিসেম্বর) দেখতে পান বায়েজিদ নামে এক ব্যক্তি।
বায়েজিদ ঘটনাটি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ে জানালে সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ দ্রুত উদ্যোগ নিয়ে শিশুটিকে উদ্ধার করেন। ইব্রাহিমকে সমাজসেবা কার্যালয়ের সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয় এবং তার হারিয়ে যাওয়া মা ময়নাকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। জানা যায়, ইব্রাহিমের বাবা জীবন প্রায় ৪-৫ বছর ধরে নিরুদ্দেশ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী বায়েজিদ বলেন, "গভীর রাতে শিশুটিকে শীতে কাঁপতে দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। সমাজসেবা কার্যালয়কে জানালে তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং মাকেও খুঁজে বের করে।"
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ ভোরের আকাশকে বলেন, "ইব্রাহিমের লেখাপড়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন।"
সাজ্জাদ পারভেজ আরও বলেন, "ইব্রাহিমের মা ময়না লঞ্চঘাটে ভাসমান জীবন যাপন করেন এবং মানুষের সহযোগিতায় তার খরচ মেটান। সন্তান হারিয়ে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে মাকে খুঁজে পাওয়ার পর ইব্রাহিমের ভবিষ্যৎ নিয়ে আমরা কাজ করছি।"
এই ঘটনাটি সমাজসেবা অফিসার সাজ্জাদ পারভেজের মানবিক উদ্যোগের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। তার এ প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে আশার আলো জ্বলতে শুরু করেছে।
ভোরের আকাশ/রন