সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে যানজট নিরসনের নামে ট্রাকপ্রতি ৫০ টাকা জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত সংগঠনের অফিসিয়াল প্যাডে অভিযোগটি জমা দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি দীর্ঘদিন ধরে ট্রাক মালিক এবং শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সড়ক ও জনপথ বিভাগের খাস জমিতে সমিতির নিজস্ব অর্থায়নে একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা সম্ভব হয়েছে।
তবে, বর্তমানে ভোমরা স্থলবন্দরের কিছু স্বার্থান্বেষী মহল দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে ট্রাক থেকে যানজট নিরসনের নামে চাঁদাবাজি করছে। এই অবৈধ কার্যকলাপের কারণে ট্রাক মালিক এবং শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, যদি অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ না করা হয়, তাহলে ভোমরা স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং রাজস্ব আদায়ে মারাত্মক প্রভাব পড়তে পারে।
এ বিষয়ে ভোমরার সি অ্যান্ড এফ ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, স্থানীয় কিছু যুবক যানজট নিরসনের জন্য এই উদ্যোগ নিয়েছে। তিনি ট্রাকপ্রতি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে আরও জানান, স্থানীয় সাদ্দাম, মন্টুসহ কয়েকজন যুবক এ কাজ করছে এবং তারা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে।
এদিকে, জেলা ট্রাক মালিক সমিতি দ্রুত এই চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে। স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে স্থলবন্দরের কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভোরের আকাশ/রন