সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখতসহ ৫ নেতাকর্মীকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দ্রুত বিচার আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এ রায় প্রদান করেন। অন্য আসামীরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহারুল আলম আফজাল এবং ছাত্রলীগ নেতা মছিবুর রহমান। সাবেক মেয়র নাদের বখতসহ এই ৫ নেতাকর্মী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে আসামিদের পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজনভ্যানে করে সুনামগঞ্জ জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু বলেন, সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ মামলার ৫ আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। তিনি আরও বলেন, "আমরা আসামিদের পক্ষে উচ্চ আদালতে জামিন আবেদন করবো।"
৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় পায়ে গুলিবিদ্ধ আহত জহুর আহমদের ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মন্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।
ভোরের আকাশ/রন