logo
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৪ ১৬:০৩
শেরপুর
বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
শেরপুর প্রতিনিধি

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। (রোববার, ২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্প সংলগ্নে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের শাজাহান আলীর ছেলে কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট মেয়ে মাইসা তাসনিম মীম (২২), এবং চিতলিয়া গ্রামের শোভাশ চন্দ্রের স্ত্রী নিনা রানী (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা সাপমারী জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুকুরকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জিনোম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ভোরের আকাশ/রন