logo
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৪ ১৪:০৪
বাংলাদেশে অনুপ্রবেশকালে মেডিসিন পাউডারসহ ভারতীয় নাগরিক আটক
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

বাংলাদেশে অনুপ্রবেশকালে মেডিসিন পাউডারসহ ভারতীয় নাগরিক আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ডাব্বর লাং নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় আটককৃতকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ গ্রাম ভারতীয় মেডিসিন অ্যাডানক পাউডার উদ্ধার করা হয়।

আটককৃত ওই ভারতীয় নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে ভারতীয় নাগরিক ডাব্বর লাং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ১২৭২/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাকে আটক করে।

ভারতীয় মেডিসিন অ্যাডানকসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ভারতীয় নাগরিককে আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, প্রচলিত আইনে অভিযোগ দায়ের করে উদ্ধারকৃত মেডিসিনসহ ভারতীয় নাগরিককে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/রন