তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান প্রমুখ। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ছাত্র সমন্বয়ক যুবায়ের আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট ও বিএনসিসি সদস্যরা।
ভোরের আকাশ/রন