বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরশুরামসহ ফেনী-১ আসনের নির্বাচনী এলাকা ফুলগাজী ও ছাগলনাইয়াতে দশ হাজার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফুলগাজীতে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর তিনি বেলা ১২টার দিকে পরশুরামের চিথলিয়াতে কম্বল বিতরণ করেন। একই দিন তিনি ছাগলনাইয়াতেও কম্বল বিতরণ করেন।
চিথলিয়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
চিথলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুপ মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মজুমদার, এডভোকেট আবদুল আলিম মাকসুদ, যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, আবুল খায়ের লিটন, ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, সদস্য সচিব কামরুল হাসান বাবু।
প্রধান অতিথি রফিকুল আলম মজনু তাঁর বক্তব্যে বলেন, এক সময় আওয়ামী লীগ ব্যাংক দখল করতো, এখন আরেকটি ইসলামী দল ব্যাংক-বীমা দখল করছে। গত ৫ আগস্টের পর তারা ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে। লগি-বৈঠা পার্টির এই দেশে ঠাঁই হয়নি; একইভাবে রগ কাটা পার্টির কোনো স্থান বাংলার জমিনে হবে না। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করবো। যতদিন দায়িত্বে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো।
ভোরের আকাশ/রন