ফেনী জেলার কেন্দ্রীয় বড় জামে মসজিদের নামাজের সময়সূচির এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে "আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা"।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এমন চোরাগোপ্তা প্রচারণায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে প্রায় এক ঘণ্টা পর্যন্ত মসজিদের এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান মসজিদের মুসল্লি ও পথচারীরা। স্ক্রিনে এই লেখা দেখে বিক্ষুব্ধ হয় জনতা।
খবর পেয়ে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এবং ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মসজিদের দায়িত্বপ্রাপ্ত অপারেটর জমির হোসেন নামের একজনকে আটক করে পুলিশ।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এই ঘটনায় একজন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ফেনী জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ তাৎক্ষণিক বড় মসজিদের সামনে প্রতিবাদ সভায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
ভোরের আকাশ/রন