logo
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩
সমকাল-এ জেনেসিস ট্রেডিং কোং নিয়ে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন
অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

সমকাল-এ জেনেসিস ট্রেডিং কোং নিয়ে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন

গত ২৮-১২-২০২৪ইং শনিবার দৈনিক সমকাল পত্রিকায় ‘ঘুরেফিরে সেই আটজনই স্বাস্থ্যের কেনাকাটায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জেনেসিস ট্রেডিং কোং-কে জড়িয়ে একটি প্যাকেজে দুই কোটি ২১ লাখ টাকার যন্ত্রপাতি সরবরাহ, বাজারদরের চেয়ে কয়েকগুণ বেশি দাম নেওয়া এবং নিম্নমানের সরঞ্জাম সরবরাহের অভিযোগ করা হয়েছে, যা মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। ওই সংবাদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদন প্রকাশের ফলে আমার প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

যার বিস্তারিত নিম্নে উল্লেখ করা হলো :

দুই কোটি ২১ লাখ টাকার যন্ত্রপাতি সরবরাহের অভিযোগ : স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হাসপাতাল ও ক্লিনিকসমূহের জন্য ২০২৩ সালের ৭ জুন একটি দরপত্র আহ্বান করা হয়। ইজিপি পদ্ধতিতে এই দরপত্র আহ্বান করা হয়। এর ইজিপি আইডি নং নম্বর ৮৩৪১৫৭। ওই দরপত্রে দুটি আইটেমে ৭৪টি অটোমেটেড সেল কাউন্টার ও ২০টি ইসিজি মেশিন ক্রয়ের নিমিত্তে দরপত্র আহ্বান করা হয়। উক্ত দরপত্রে ১১টি দরদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দরপত্র ওপেনিং কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী জানামতে ১১টির দরদাতার মধ্যে ১০টি দরদাতা প্রতিষ্ঠান রেসপনসিভ হিসেবে ঘোষণা করা হয়। দরপত্রের কারিগরি কমিটি ও মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেনেসিস ট্রেডিং কোং-কে সর্বনিম্ন দরদাতা হিসেবে মনোনীত করা হয়। এরপর জেনেসিস ট্রেডিং কোং-কে দুই কোটি ৭ লাখ ৪ হাজার ৩১২ টাকার Notification Of Award (NOA) প্রদান করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হাসপাতাল ও ক্লিনিকসমূহ এবং জেনেসিস ট্রেডিং কোং-এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়। সুতরাং দুই কোটি ২১ লাখ টাকার যন্ত্রপাতি সরবরাহের অভিযোগ সঠিক নয়। এই ভুল তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

বাজারদরের চেয়ে কয়েকগুণ বেশি দাম নেওয়ার অভিযোগ : দাখিল করা দরপত্রে সর্বনিম্ন দরদাতা জেনেসিস ট্রেডিং কোং-এর দর ছিল দুই কোটি ৭ লাখ ৪ হাজার ৩১২ টাকা। অপরদিকে সর্বোচ্চ দরদাতা মেডিট্রেড করপোরেশনের দর ছিল তিন কোটি ৪৯ লাখ ৬৫ হাজার টাকা। সর্বোচ্চ দরদাতার তুলনায় সর্বনিম্ন দরদাতার দর কম ছিল এক কোটি ৪২ লাখ ৬০ হাজার ৬৮৮ টাকা। ইহাতে প্রতীয়মান হয় যে, দরপত্র ক্রয় প্রক্রিয়াটি স্বচ্ছ ও অধিকতর প্রতিযোগিতামূলক হয়েছে। সুতরাং জেনেসিস ট্রেডিং কোং-এর বিরুদ্ধে বাজারদরের চেয়ে কয়েকগুণ বেশি দামে যন্ত্রপাতি সরবরাহের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। বরং জেনেসিস ট্রেডিং কোং তুলনামূলকভাবে বাজারদরের চেয়ে অনেক কম মূল্যে যন্ত্রপাতি সরবরাহ করেছে। ফলে রাষ্ট্রের এক কোটি ৪২ লাখ ৬০ হাজার ৬৮৮ টাকা সাশ্রয় হয়েছে।

নিম্নমানের সরঞ্জাম সরবরাহের অভিযোগ : স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হাসপাতাল ও ক্লিনিকসমূহ এবং জেনেসিস ট্রেডিং কোং-এর মধ্যে চুক্তির স্পেসিফিকেশন অনুযায়ী জেনেসিস ট্রেডিং কোং ইউরোপিয়ান ব্র্যান্ডের ৭৪টি অটোমেটেড সেল কাউন্টার এবং ইউএসএফডিএ সনদপ্রাপ্ত ২০টি ইসিজি মেশিন সরবরাহ করেছে; যা আন্তর্জাতিক মানের। জেনেসিস ট্রেডিং কোং কর্তৃক সরবরাহকৃত এসব যন্ত্রপাতিগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট হাসপাতালসমূহে রোগীদের গুণগত মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। যেকোনো সময় রাষ্ট্রের যেকোনো সংস্থা ও গণমাধ্যমকর্মীরা সরেজমিন যাচাই-বাছাই করলে জেনেসিস ট্রেডিং কোং-এর দাবির সত্যতা মিলবে। সুতরাং জেনেসিস ট্রেডিং কোং-এর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতমূলক।

প্রতিবেদনে প্রকাশিত ২ কোটি ২১ লাখ টাকার যন্ত্রপাতি সরবরাহের তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে জেনেসিস ট্রেডিং কোং সর্বনিম্ন দরদাতা হিসেবে ২ কোটি ৭ লাখ ৪ হাজার ৩১২ টাকার যন্ত্রপাতি সরবরাহ করেছে। এতে করে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হয়েছে এবং পাশাপাশি রোগীদের গুণগত চিকিৎসাসেবা নিশ্চিত হয়েছে।

নিবেদক
সামিউল ইসলাম
স্বত্বাধিকারী
জেনেসিস ট্রেডিং কোং

 

ভোরের আকাশ/রন