আন্তর্জাতিক ক্বারী, জাতীয় ক্বারী, ওলামা, এবং মাশায়েখদের অংশগ্রহণে সোমবার (৩০ ডিসেম্বর) ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হলো ৮ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। ক্বারীদের সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত এবং "লিল্লাহি তাকবির, আল্লাহু আকবর" ধ্বনিতে মুখরিত ছিল ফেনী শহর।
সম্মেলনে দেশের বাইরের চারটি দেশ থেকে ক্বারীরা অংশ নেন। সোমবার দুপুর থেকে শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলে এই ক্বেরাত সম্মেলন। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি ছিল।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে বাংলাদেশসহ মিশর, তানজানিয়া, পাকিস্তান, এবং আফ্রিকা থেকে ক্বারী মেহমানরা অংশগ্রহণ করেন। মিজান ময়দানে বড় একটি মঞ্চ তৈরি করা হয়, আর ময়দানের বাইরের বিভিন্ন সড়কে মাইক লাগানো হয়। সম্মেলন উপলক্ষে সপ্তাহজুড়ে জেলা জুড়ে প্রচার-প্রচারণার আয়োজন করা হয়েছিল।
ক্বেরাত সম্মেলনে ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন মিশরের শায়খ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি, তানজানিয়ার শায়খ ক্বারী রজাঈ আইয়ুব, আফ্রিকার শায়খ ক্বারী ফারদান আদম, পাকিস্তানের শায়খ ক্বারী জিসান হানিফ, এবং শায়খ ক্বারী সালমান হাবিব।
সম্মেলনে সভাপতিত্ব করেন সোনাগাজী ওলামাবাজার দারুল উলুম আল-হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খোন্দকার, এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।
উল্লেখ্য, ২০১৭ সালে ফেনীতে প্রথম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যা জেলায় ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনীর উদ্যোগে ৮ম বারের মতো এ আয়োজন করা হয়।
ভোরের আকাশ/রন