logo
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৮:০২
ব্রাহ্মণবাড়িয়ায়
মাজারের উরশে জুয়ার আসর
ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মাজারের উরশে জুয়ার আসর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাজারের উরশকে কেন্দ্র করে জুয়া খেলার সময় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান - ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাজারের উরশকে কেন্দ্র করে জুয়া খেলার সময় ২ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এই আদেশ দেন। অভিযানের সময় সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সরাইল উপজেলার শাহবাজপুর (আমিনপাড়া) গ্রামের আজদু মিয়ার ছেলে ধনু মিয়া এবং একই গ্রামের রমজান মিয়ার ছেলে সাদ্দাম।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দর্গাপাড়া এলাকায় একটি মাজারের উরশে জুয়ার আসর বসে। এই জুয়া খেলায় অনেক মানুষের সমাগম হয় এবং জুয়াড়িদের কারণে উরশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, এলাকাবাসী উরশকে কেন্দ্র করে জুয়া এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। এলাকাবাসীর এই আবেদন অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

 

ভোরের আকাশ/রন