logo
আপডেট : ৩ জানুয়ারি, ২০২৫ ১৮:৩৪
পিরোজপুরের
মোড়েলগঞ্জে যুবককে ছুরিকাঘাত
পিরোজপুর প্রতিনিধি

মোড়েলগঞ্জে যুবককে ছুরিকাঘাত

অন্যায় কাজে বাধা দেয়ার জের ধরে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমার খালি গ্রামের ফয়জুল ইসলাম (৩৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাত ৭টায় ছোট কুমারখালি গ্রামের বড় বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের লোকজন ফয়জুলকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

ফয়জুল ছোট কুমারখালি গ্রামের আ. লতিফ সেখের ছেলে। আহত ফয়জুল জানান, একই গ্রামের মোখলেছ শেখের দুই ছেলে, মাসুম বিল্লাহ (৩০) ও বাবু শেখ (২২), দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। মাসুম বিল্লার নামে ডাকাতি মামলা রয়েছে। তাদের অন্যায় কর্মকাণ্ডে প্রতিবাদ করায় মোখলেছ শেখ ও তার দুই ছেলে দীর্ঘদিন ধরে ফয়জুলের পরিবারকে ক্ষিপ্ত করেছিল।

ঘটনার সময় ফয়জুল এলাকার বড় বাড়ির সামনে দোকানে চা খেতে বসেছিলেন, তখন মোখলেছ শেখ তার দুই ছেলেকে নিয়ে ফয়জুলকে দোকানের বাইরে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও ইট দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় ফয়জুলের চিৎকারে তার ভাই এবং আশেপাশের লোকজন ছুটে আসলে মোখলেছ শেখ তার দুই ছেলেকে নিয়ে পালিয়ে যান। পরে ফয়জুলকে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন।

এ ব্যাপারে আহত ফয়জুলের বড় ভাই মনির জানান, তারা মোড়েলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

 

ভোরের আকাশ/রন