logo
আপডেট : ৩ জানুয়ারি, ২০২৫ ১৯:৩৮
পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন
সাভার (ঢাকা) প্রতিনিধি

পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন

ঘন কুয়াশার চাদরে ছেয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে সকাল থেকে দল বেঁধে শিশু, কিশোর-কিশোরী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের আগমন ক্যাম্পাসে। হাতে নানা ধরনের ফেস্টুন, মুখে মুখোশ ও গালে পাখির প্রতিচ্ছবি এঁকে এসেছেন কেউ কেউ। শাড়ি, পাঞ্জাবি পরে এসেছেন তরুণ-তরুণীরা।

আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত ২৪তম পাখি মেলার দৃশ্য এটি। এবারের মেলার প্রতিপাদ্য ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’। পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ পাখি মেলার আয়োজন করে থাকে। মেলায় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আন্তবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা সহ নানা ধরনের আয়োজন।

জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এ সময় তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা ও প্রজাপতি মেলা এমন মেলা, যেটা প্রকৃতির যে বৈশিষ্ট্য, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, সেটা চিত্রিত হয়। ধর্ম-বর্ণ, বৃদ্ধ-শিশু সবাই এখানে একত্র হয়।”

 

ভোরের আকাশ/রন