logo
আপডেট : ৪ জানুয়ারি, ২০২৫ ১৩:৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পাল্টা মিছিলে ছাত্রদল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পাল্টা মিছিলে ছাত্রদল

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে বের হয়ে মিছিলটি পৈরতলা অভিমুখে যায়। এ সময় মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারও ফিরবে বলেও শ্লোগান দেন তারা। এ ছাড়াও সাবেক গণপূর্তমন্ত্রী মোক্তাদির চৌধুরীর মুক্তির পক্ষে স্লোগান দেন।

শেষে দলের নেতাকর্মীরা সড়কের পাশে একটি মোটরসাইকেলের উপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ও জেলা আ.লীগের উপ- দপ্তর সম্পাদক সুজন দত্ত তাদের নিজ নিজ ফেসবুক লিঙ্কে কেক কাটা ও মিছিলের ভিডিও পোস্ট করেন। এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। রাত ১১টার দিকে জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা।

 

ভোরের আকাশ/মি