logo
আপডেট : ৫ জানুয়ারি, ২০২৫ ১৫:৩৭
শীতার্তদের মাঝে বেলকুচি প্রেসক্লাবের কম্বল বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি

শীতার্তদের মাঝে বেলকুচি প্রেসক্লাবের কম্বল বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) সকালে বেলকুচি প্রেসক্লাব চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ন মালাকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু মুসা, অর্থ সম্পাদক সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকারী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/রন