logo
আপডেট : ৬ জানুয়ারি, ২০২৫ ১৯:২২
শেরপুরে ভোগান্তি কমাতে অনলাইন বাস টিকিটিং সেবা চালু
শেরপুর প্রতিনিধি

শেরপুরে ভোগান্তি কমাতে অনলাইন বাস টিকিটিং সেবা চালু

শেরপুরে যাত্রীদের ভোগান্তি দূর করার লক্ষ্যে অনলাইন বাস টিকিটিং সেবা চালু করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে অনলাইন প্লাটফর্ম ‘আওয়ার শেরপুর’ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিকিট বুকিং সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার গাজী আশিক বাহার, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল, বাস মালিক সুব্রত রায়, আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ওয়েবসাইটে নিজের আসন নিজে পছন্দ করাসহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। উদ্বোধন উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একজন যাত্রী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবে।

এছাড়াও প্রথম ১০০ জন যাত্রীর জন্য থাকছে ১০ শতাংশ ছাড়। প্রথমদিকে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও এলিট এক্সপ্রেস বাস অনলাইনে টিকিটিংয়ে যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে সব বাস অনলাইনের আওতায় আসবে বলেও জানান তারা।

ভোরের আকাশ/ সু