চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনতলা এলাকার আব্দুল গফুর সওদাগরের ছেলে প্রবাসী মো: গিয়াস উদ্দিন হিরুর পিতার ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে, পাশ্ববর্তী কিছু কুচক্রী মহল—নরুনাহার ও তার ছেলে দেলোয়ার হোসেন গং—তাদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন সময় মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারে লিপ্ত হন। এ নিয়ে ভুক্তভোগী পরিবার প্রতিবাদ জানিয়েছে।
প্রবাসী মো: গিয়াস উদ্দিন হিরু জানান, "প্রায় ত্রিশ বছর আগে আমার বাবা মতলব গং এই জমি ক্রয় করেন এবং সেখানে সেমি পাকা ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। বর্তমানে আমি সৌদি আরব থেকে এসে পুরাতন সেমি পাকা বাড়ি ভেঙে নতুন পাকা বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় কিছু স্বার্থনেশী মহল আমার কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে এবং আদালতে কাজ বন্ধের জন্য নিষেধাজ্ঞার আবেদন করেন। তবে, উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।"
তিনি আরও জানান, "পরে সাতকানিয়া আর্মি ক্যাম্পে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হলে, উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে আমাদের কাজ করার লিখিত অনুমতি প্রদান করা হয়। এরপর থেকেই বিভিন্ন সময় আমার এবং পরিবারের নামে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।"
গত ২৫ ডিসেম্বর রাতে অন্ধকারে নির্মাণাধীন সীমানা দেয়াল ভেঙে ফেলা হয় এবং কাজের শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। বিভিন্ন সময় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এ ধরনের ভুয়া ও মিথ্যা অপবাদের জন্য তিনি এবং তার পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ভোরের আকাশ/রন