logo
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৫ ১৮:০২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, জুয়া, সাজাপ্রাপ্ত এবং সন্ত্রাস বিরোধী আইনে ওই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:
উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত কাজী নূরুল হকের ছেলে কাজী মাহাবুবুল হক নাহিন (৩১), যাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে; দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত চানহর আলীর ছেলে নয়ন মিয়া (৩৭); ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের শাহেদ আলীর ছেলে হান্নান মিয়া (৪৫); ঝিগাতলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী আনিছা আক্তার (৬০) এবং ছেলে আবুল কালাম (৩৫); জাটিয়া ইউনিয়নের সুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) ও আনিস মিয়া (৩০); এবং দানেশ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫২)।

এছাড়াও সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০), এবং মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ হাসান নয়ন (৩৬)-কে রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১১ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ভোরের আকাশ/রন