logo
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৫ ১৯:১২
ঢাকার সাভারে
জাবি ছাত্রদলের ১৭৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
সাভার (ঢাকা) প্রতিনিধি

জাবি ছাত্রদলের ১৭৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেছে। আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের (৪০ ব্যাচ) শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন এবং সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ফয়সাল হোসেন, হুমায়ূন হাবীব হিরণ, মো. মেহেদী হাসান, মশিউর রহমান রোজেনসহ আরও ৫২ জন।

নবগঠিত কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, অনুষদ এবং বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব ইনশাআল্লাহ।”

 

ভোরের আকাশ/রন