কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে একটি সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যাই। আর জাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পুনে দিচ্ছে, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (১২ জানুয়ারী) সোমবার দিবারাতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও কালিয়াইশ ইউনিয়নের কেরানীহাট রাস্তার মাথা, মোলভীর দোকান ও বিওসি মোড় এলাকার শীতার্ত অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে কম্বল বিতরণ করেন, সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসেসহ। গরিব ও অসহায় মানুষগণ কম্বল পেয়ে অনেক খুশি হয়ে গেলে।
এসময় তিনি বলেন, “এ তীব্র শীতে আমরা আমাদের চারপাশে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।”
ভোরের আকাশ/রন