পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের লোকজনের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচি সম্প্রদায়ের দোকানে গিয়ে তাদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন।
সেনাবাহিনী পিরোজপুর ক্যাম্প সূত্র জানায়, চলতি বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণি-পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পিরোজপুর সেনাক্যাম্পে দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম এই প্রতিবেদককে জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়েছে।
ভোরের আকাশ/রন