ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কসবার সীমান্তবর্তী গোসাইস্থল ও চন্ডিদ্বার এলাকায় স্থানীয় ২০০ শীতার্ত মানুষের মাঝে বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি তৎপর থাকার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আর্তমানবতার সেবায়ও নিয়োজিত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় বিজিবির ৬০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মতিউর রহমান এবং বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরকম সামাজিক কর্মকাণ্ড বিজিবির পক্ষ থেকে সবসময় অব্যাহত থাকার কথা জানানো হয়।
ভোরের আকাশ/রন