logo
আপডেট : ৯ জানুয়ারি, ২০২৫ ১৭:০৩
পিরোজপুরে
নবীন শিক্ষার্থীদের বরণ করলো দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসা
পিরোজপুর প্রতিনিধি

নবীন শিক্ষার্থীদের বরণ করলো দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসা

পিরোজপুরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসা ২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মাদ্রাসার হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনে সকাল ১০টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গোলাপ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ, মুহা: মাওলানা মহিউদ্দীন। মাওলানা মাহবুবুর রহামনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মাওলানা সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব নাফিজ ইমতিয়াজ, সাবিনা ইয়াসমিন, কবির হোসাইন এবং ইবি প্রধান মাওলানা আমিরুজ্জামান খান।

অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে স্বরচিত কবিতা আবৃতি করেন মাদ্রাসার সহকারী শিক্ষক নাজমিন আক্তার আসমা ও মো. তরিকুল ইসলাম। প্রধান অতিথি তার আলোচনায় নবীন ছাত্রদের উদ্দেশ্যে জীবনে সফলতা পাওয়ার মূল পদ হিসেবে নিয়মানুবর্তীতার মধ্যে চলার কথা বলেন। তিনি বলেন, "নিয়মানুবর্তীতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে। কুরআনই একমাত্র পথ যা মানুষকে উন্নত করতে পারে। আর এই উপকরণ এই পদ তোমাদেরকে দেখাবে মাদ্রাসা শিক্ষা। মৃত্যু না থাকলে পৃথিবীতে কেউ ভালো কাজ করতো না, যেহেতু মৃত্যু আছে, তাই আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হলে ভালো সঙ্গ প্রয়োজন, যেটি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান।"

পরে, সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ামুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

ভোরের আকাশ/রন