সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে পাইকাপন গ্রামের গোলম উদ্দিন, রুকম মিয়া, বাবুল মিয়া ও আলী হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১২-১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফ্রিজ বিস্ফোরণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা বলেন, বসতঘর পুড়ে ৪টি পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সব শেষ, কিছুই উদ্ধার করতে পারিনি। এখন আমরা নিঃস্ব।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্রিজ বিস্ফোরণের পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আগুনের সূত্রপাত হয়েছে।
ভোরের আকাশ/রন