logo
আপডেট : ১১ জানুয়ারি, ২০২৫ ১৬:২৮
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা
সীমান্তে মাদক ও ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সীমান্তে মাদক ও ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিজিবি-৬০-এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চলে। এছাড়া শশীদল, সালদানদী, শংকুচাইল, খারেরা, বড়জ্বালা, কর্ণেলবাজার, মাদলায়, মঈনপুরে একাধিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—বাঁজি ৬৪,৫০০ পিস, বাসমতি চাল ২,০৪৯ কেজি, আমুল কুল ড্রিংক ৫০৪ বোতল, কসমেটিকস সামগ্রী ১,৭৩৮ পিস, চিনি ৪,৯৬৮ কেজি, ফেনসিডিল ২৫ বোতল, গাঁজা ১৫.৫ কেজি, হুইস্কি ৮৮ বোতল। এছাড়াও কম্বল, জর্দ্দা, পান মসলা, ফুচকা, গরু ও বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, "সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান সর্বদা সক্রিয় রয়েছে। ভবিষ্যতে আরও জোরদার করা হবে। সীমান্তে যে কোনো অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করতে বিজিবি সদা প্রস্তুত।"

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

 

ভোরের আকাশ/রন