ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ (YCSBD) ফেনীকে একটি স্মার্ট ও প্রফেশনাল শাখায় রূপান্তর করতে, প্রযুক্তিনির্ভর ফেনী গড়তে এবং তরুণদের স্কিল ডেভেলপমেন্টসহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সেশনের উপনির্বাচনে YCSBD ফেনী শাখায় হেড অব ডিস্ট্রিক্ট নির্বাচিত হয়েছেন ওয়াইসিএসবিডিয়ান শাহেদুজ্জামান শাহেদ। অপরদিকে, শক্তিশালী তিনজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ডিস্ট্রিক্ট পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াইসিএসবিডিয়ান আদ্রিতা তাবাসসুম অমি।
হেড অব ডিস্ট্রিক্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর শাহেদুজ্জামান শাহেদ বলেন, "আমি একজন ব্যাংকার, তবুও YCSBD-র সাথে অনেকদিন যুক্ত থেকে এই যুব প্ল্যাটফর্মকে আমার নিজের পরিবার হিসেবে অনুভব করেছি। ফেনীতে পথশিশুদের জীবনমান উন্নয়নে 'স্বপ্ন গড়ার পাঠশালা' নামে একটি পথশিশু স্কুল চালু করা হয়েছে। এতে সংগঠনের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। তাই চাকরির শত ব্যস্ততার মাঝেও তরুণদের নিয়ে কিছু করার প্রত্যয়ে আমি ফেনী জেলা সংস্কার উপনির্বাচনে হেড অব ডিস্ট্রিক্ট পদে মনোনয়ন সংগ্রহ করি। এতে ফেনী শাখার সদস্য এবং YCSBD-র উপরস্থ বোর্ডগুলো আমাকে অনেক সহযোগিতা করেছে।"
তিনি আরও বলেন, "তরুণরা আমার প্রতি যে আস্থা রেখেছে, তার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার এটিই মোক্ষম সময়। আমি সঠিকভাবে দায়িত্ব পালন করে ফেনীতে পথশিশুদের জীবনমান উন্নয়নে কাজ করবো এবং একটি স্মার্ট ফেনী গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ।"
ভোরের আকাশ/রন