জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই-এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং যথাযথ প্রতিকারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার দুপুর ১টায় জামালপুর প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচিতে প্রেসক্লাবের সকল সদস্য ও জামালপুরের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক হাছিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, এবং দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী।
বক্তারা বলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এ অপপ্রয়াসে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে মেলান্দহ থানায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী সামসুন্নাহার সুমাইয়া হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। শিপন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করায় ভীতসন্ত্রস্ত এলাকাবাসী তার অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পেত না। সরকার পরিবর্তনের পর তার অপকর্ম ঢাকতে এবং অন্যায়ের প্রতিবাদ করায় তিনি এ মামলা দায়ের করেন।
ভোরের আকাশ/রন