logo
আপডেট : ১২ জানুয়ারি, ২০২৫ ১৮:৪৩
চট্টগ্রামে নতুন বছরে ডেঙ্গু রোগী বৃদ্ধি, মৃত্যু কমেছে
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে নতুন বছরে ডেঙ্গু রোগী বৃদ্ধি, মৃত্যু কমেছে

নতুন বছরের শুরুতে চট্টগ্রামে উপজেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে মৃত্যুর হার কমেছে। চলতি জানুয়ারি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এর মধ্যে মহানগরে ১৫ জন এবং উপজেলায় ২৩ জন। তবে এ মাসে মৃত্যু হয়েছে একজনের। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন পুরুষ। তবে এই সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে, চলতি মাসে আক্রান্ত ৩৯ জনের মধ্যে পুরুষ ১২ জন, নারী ১৮ জন এবং শিশু ৯ জন। এ মাসে মারা যাওয়া একমাত্র ব্যক্তি নাসের (৫৫), চান্দগাঁও এলাকার বাসিন্দা। তিনি গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ৬ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

উপজেলায় আক্রান্ত ২৩ জনের মধ্যে:

  • লোহাগাড়া: ২ জন
  • সাতকানিয়া: ২ জন
  • বাঁশখালী: ৩ জন
  • চন্দনাইশ: ১ জন
  • পটিয়া: ২ জন
  • বোয়ালখালী: ১ জন
  • রাঙ্গুনিয়া: ২ জন
  • রাউজান: ১ জন
  • ফটিকছড়ি: ১ জন
  • হাটহাজারী: ২ জন
  • সীতাকুণ্ড: ৫ জন
  • মিরসরাই: ১ জন

উল্লেখ্য, গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৪,৩১৮ জন। এর মধ্যে পুরুষ ২,২৮৬ জন, নারী ১,২৪০ জন এবং শিশু ৭৯২ জন। নগরের আক্রান্তের সংখ্যা ছিল ২,৭৪০ জন এবং উপজেলার ১,৫৭৮ জন।

ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল মোট ৪৫ জনের। এর মধ্যে ২৪ জন নারী, ১৬ জন পুরুষ এবং ৫ জন শিশু। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল অক্টোবরে এবং সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল নভেম্বরে।

ভোরের আকাশ/ সু