ভোলার চরফ্যাশনে এক বৃদ্ধের ৩১ বছরের ভোগদখলীয় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও কোটি টাকা মূল্যের জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ফারুক মাষ্টার এবং তার জামাতা পৌর বিএনপির দপ্তর সম্পাদক শিমুল মাষ্টারসহ লেকামান হোসেনের বিরুদ্ধে।
একাধিকবার বসতবাড়ি জবর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে তারা তার ওপর হামলা এবং বসতঘর ভাঙচুর করেন। মিথ্যা মামলায় হয়রানিও করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর, ফারুক মাষ্টারের জামাতা শিমুল মাষ্টার পৌর বিএনপির দপ্তর সম্পাদক হওয়ায় ফের জমি দখলে সক্রিয় হয়ে ওঠেন।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ওই চক্র তার জমি দখল নিতে বাড়িঘরে হামলা ও মারধর করে ২৬ শতাংশ জমি জবর দখল করেন। এ সময় জবর দখলকারীরা একটি ঘর ভেঙে গুড়িয়ে দেন। তার ভোগদখলীয় বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি এবং তার পরিবার।
রবিবার (১২ জানুয়ারি) সকালে চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বৃদ্ধ হাজী রুহুল আমিন। লিখিত বক্তব্যে ভুক্তভোগী হাজী রুহুল আমিন জানান, তিনি পৌরসভা ৬নম্বর ওয়ার্ডের দিয়ারা ২৪৫১নং খতিয়ানে ও দিয়ারা ১১৭৪ নং খতিয়ানের মালিক স্থানীয় জগদিস চন্দ্র দাসের কাছ থেকে ১৯৯৪ সনে ৩২ শতাংশ জমি এবং ২০০২ সনে তরনী কান্ত দাসের কাছ থেকে ১ একর ৮ শতাংশ মোট ১ একর ৪০ শতাংশ জমি খরিদ করে বসতবাড়ি নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে ভোগদখলে আছেন।
১৯৯৭ সালে ফারুক মাষ্টার তার খরিদা মালিক তরনী কান্ত দাস থেকে ৮ শতাংশ জমি খরিদ করেন। ওই জমি খরিদের সময়, ফারুক মাষ্টার এবং তার জামাতা বিএনপি নেতা শিমুল মাষ্টার প্রতারণা করে তরনী কান্তের নামীয় আরও ৩০ শতাংশ জমি বেশি লিখে নেন। পরে বিষয়টি প্রকাশ্যে এলে তারা স্থানীয়দের সমঝোতায় ৩০ শতাংশ জমি তরনী কান্ত দাসকে ফেরত দেন।
আওয়ামী লীগের ক্ষমতার সময়ে প্রভাবশালী ফারুক মাষ্টার এবং তার মেয়ে জামাতা বিএনপি নেতা শিমুল মাষ্টার রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে, তরনী কান্ত দাস থেকে খরিদা ৮ শতাংশ জমির মালিক হয়ে, তারা তার খরিদা ভোগদখলীয় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বসতবাড়ি জবর দখলের চেষ্টা করেন। পরে জমি দখলে ব্যর্থ হয়ে তারা তার ওপর হামলা এবং বসতঘর ভাঙচুর করেন, এবং একাধিক মিথ্যা মামলায় হয়রানি শুরু করেন। এ নিয়ে একাধিক শালিশ বৈঠক হলেও তারা প্রভাবশালী হওয়ায় কোনো প্রতিকার মেলেনি।
তিনি আরও অভিযোগ করেন, এতেও থেমে থাকেনি ওই চক্র। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ফারুক মাষ্টার নিজেকে বিএনপির তকমা লাগিয়ে, জামাতা শিমুল মাষ্টার পৌর বিএনপির দপ্তর সম্পাদক হওয়ায় ফের তারা তার জমি দখলে মরিয়া হয়ে ওঠেন। শনিবার ওই চক্র সংঘবদ্ধ হয়ে তার খতিয়ানের খরিদা ভোগদখলীয় ২৬ শতাংশ জমি জবর দখল করে নেন এবং একটি ঘর ভেঙে গুড়িয়ে দেন। তিনি বাধা দিতে গেলে, তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরে থানা পুলিশের সহযোগিতায় তিনি ও তার পরিবার রক্ষা পান।
অভিযুক্ত ফারুক মাষ্টারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার জামাতা বিএনপি নেতা শিমুল মাষ্টার জানান, তার শ্বশুর ও তার সাথে হাজী রুহুল আমিনের কোনো বিরোধ নেই। তারা তাদের খরিদা জমিতে দখলে আছেন। জবর দখলের বিষয়টি সঠিক নয়।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ওই জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলমান রয়েছে। থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী হাজী রুহুল আমিন। অভিযোগটি খতিয়ে দেখা হবে।
ভোরের আকাশ/রন