logo
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৫ ১৩:০৪
পি‌রোজপু‌রের নাজিরপুরে
হাসানাত আব্দুল্লাহ্'কে কটাক্ষ!
ছাত্রলীগ নেতার ফেসবুক পোষ্ট ভাইরাল
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

হাসানাত আব্দুল্লাহ্'কে কটাক্ষ!

পি‌রোজপু‌রের না‌জিরপু‌র উপজেলার ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাসানাত আব্দুল্লাহ‌কে নিয়ে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট করেছেন, যা ভাইরাল হয়েছে। পোস্টে আল আমিন হাসানাত আব্দুল্লাহর প্রতি কটাক্ষ করে লেখেন, "আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে তোদের মৃত্যু নিশ্চিত করা।"

এই স্ট্যাটাসকে ঘিরে নাজিরপুরে উত্তেজনা বিরাজ করছে এবং এটি "টক অফ দ্য টাউন"-এ পরিণত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় শিক্ষার্থীরা এই পোস্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

আলামিন তার পোস্টে আরও উল্লেখ করেন, "ইদানীং সেইফ এক্সিট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হাসানাত আব্দুল্লাহ, তোদেরকে শুধু একটা কথাই বলি—তোরা মাছ না যে বঙ্গোপসাগর দিয়ে ভেসে যাবি, তোরা পাখি না যে আকাশে উড়ে যাবি। তোদেরকে তো আমরা ধরবই! আল্লাহর এই দুনিয়ায় যে প্রান্তেই তোরা পালায়ে যাস না কেন, আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে তোদের মৃত্যু নিশ্চিত করা।"

তিনি আরও বলেন, "নিজের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে হলেও তোদের মৃত্যুর পরোয়ানা জারি করে তোদেরকে শেষ করব ইনশাআল্লাহ। জাতির জনকের পবিত্র আত্মার কাছে এইটা আমার ওয়াদা। সেইফ এক্সিটে যারা সহযোগিতা করতে চাইবে তাদেরও বাঁচতে দেব না ইনশাআল্লাহ। ওদেরকে বাংলাদেশে থাকতে হবে এবং আমাদের হাতেই শেষ পরিণতি ভোগ করতে হবে। সেইফ এক্সিট বলতে কোনো শব্দ নেই।"

এই স্ট্যাটাসকে কেন্দ্র করে জনমনে প্রতিশোধের ছাপ পড়েছে এবং নানান গুঞ্জনের সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজীব শিকদার জানান, "স্বৈরাচারের দোসর নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।"

 

ভোরের আকাশ/রন