logo
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৫ ১৩:২৩
বরিশালে
র‍্যাবের হাতে রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার
বরিশাল ব্যুরো

র‍্যাবের হাতে রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মতো নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র‍্যাব।

ভিকটিম মৃত মোঃ আল আমিন (৩০), পেশায় একজন রিকশাচালক। ভিকটিমের স্ত্রীর বরাতে জানা যায়, গত ২৯-০৯-২৪ ইং সকাল ৭:০০ টার সময় মোঃ মামুন (৫৩), পিতা-মৃত গফ্ফার, সাং-০৭ নং পলাশপুর, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ভিকটিমের সাথে তার স্বজনদের কারো কোন যোগাযোগ হয়নি।

দুই দিন অতিবাহিত হলেও বাড়িতে না ফেরায়, ভিকটিমের স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে, ০১/১০/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ৪:১০ মিনিটের সময় বরিশালের কাউনিয়া থানাধীন পলাশপুর ৭ নং গুচ্ছগ্রামে ডোবার মধ্যে একজন ব্যক্তির লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায়। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের পরিবার লাশটিকে মোঃ রমজান মৃধা বলে সনাক্ত করে।

উল্লেখিত ঘটনায় ভিকটিমের মা বেবী (৪৬) বাদী হয়ে বরিশাল জেলার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১, তারিখ ০৩/১০/২০২৪।

থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে গ্রেফতারকৃত আসামী ১। মালেক (৪৫) এবং ২। কাদের (৪০), সাংঃ ০৭ নং পলাশপুর, থানা- কাউনিয়া, জেলা-বরিশাল উভয়ের উক্ত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং আসামী গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮ এ একটি অধিযাচন পত্র প্রেরণ করেন।

এমতাবস্থায়, সদর কোম্পানী, র‍্যাব-৮ বরিশাল ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব-৪, সিপিসি-২ এর সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা হতে উক্ত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদ্বয় দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামীদেরকে ঢাকা মহানগরীর দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়।

 

ভোরের আকাশ/রন