logo
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৫ ১৩:৪৭
সাংবাদিক নুরুল আমিন মিন্টু কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক নুরুল আমিন মিন্টু কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন দৈনিক সংগ্রামের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার নুরুল আমিন মিন্টু।

উপজেলা প্রশাসন জানায়, গত ১২ ডিসেম্বর কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন। সোমবার, ১৩ জানুয়ারি, কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাবের আহমেদকে সদস্যসচিব করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থান পেয়েছেন সরাসরি ক্রীড়া অনুরাগী মোহাম্মদ লুকমান, ক্রীড়াবিদ মোহাম্মদ সালাহ উদ্দীন, ক্রীড়াবিদ জাবেদুল ইসলাম এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মো. শাহিদুল ইসলাম সাহেদ।

নুরুল আমিন মিন্টু দীর্ঘ দেড় যুগ ধরে সাংবাদিকতা করে আসছেন। এর মধ্যে তিনি একটি বেসরকারি সংবাদ সংস্থা, বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ), তে ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দৈনিক সংগ্রামে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

 

ভোরের আকাশ/রন