আজ বরিশালে চলছে কনকনে শীত ও শৈত্য প্রবাহ। এই ঘন কুয়াশায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না, তাই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। "মানুষ মানুষের জন্য"—এই চেতনায় আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড তালুকদার ভবনের নিচ তলায়, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় ও দারিদ্র্যপীড়িতদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আমরা সাংবাদিকরা আমাদের পেশা শুধু খবর সংগ্রহ কিংবা রিপোর্ট লেখা নয়। আমরা বিশ্বাস করি, আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করা আমাদের কর্তব্য। আজকের এই উদ্যোগ তারই একটি অংশ। আমরা জানি, একটি শীতবস্ত্র হয়তো জীবনের সব কষ্ট দূর করতে পারবেনা, কিন্তু এটি ভালোবাসার একটি উষ্ণ বার্তা। এটি প্রমাণ করে যে আমরা একে অপরের পাশে আছি। এই উষ্ণতা শুধু শীতের কষ্টই লাঘব করবে না, বরং একটুখানি হাসি এনে দেবে সেই মুখগুলোতে যারা ভালোবাসার স্পর্শে বাঁচতে চায়।
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিএম মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রানা, সদস্য মোঃ সজীব এবং সদস্য মোঃ উজ্জল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/রন