logo
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৫ ১৭:২৪
চিতলমারীতে
৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার বিতরণ
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার বিতরণ

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় এই মেলার বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এতে ৮টি স্কুল ও ৩টি কলেজ অংশগ্রহণ করে।

চিতলমারী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহমেদ ইকবাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার, বেসিক ব্যাংকের ম্যানেজার মুন্সী মো. শামীম আহমেদ, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, এবং চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

বিজ্ঞান প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন: প্রকল্প মূল্যায়ন প্রতিযোগিতায় প্রথম হয়েছে চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ। জুনিয়র প্রকল্প মূল্যায়নে প্রথম হয়েছে সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়। জুনিয়র অলিম্পিয়াডে প্রথম হয়েছে চিতলমারী সরকারি এসএম মডেল উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র অলিম্পিয়াডে প্রথম হয়েছে চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজ।

 

ভোরের আকাশ/রন