logo
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৫ ১৮:১৯
ব্রাহ্মণবাড়িয়ায়
পৌরসভার গাড়ির নিচেই প্রাণ হারালো পৌর পরিচ্ছন্নতা কর্মী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পৌরসভার গাড়ির নিচেই প্রাণ হারালো পৌর পরিচ্ছন্নতা কর্মী

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ময়লার ট্রাক্টর চাপায় নিহত পরিচ্ছন্নতা কর্মী আল-আমিন মিয়া (৩৫) - ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ময়লার ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লা ডাম্পিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে।

ঘটনার পর থেকে পৌরসভার অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ট্রাক্টরচালক মো. আমির মিয়া পলাতক রয়েছেন। নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা যায়, নিয়মিত ময়লার ট্রাক্টরে করে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় যেতেন আল-আমিন। ট্রাক্টর থেকে ময়লা অপসারণ করার সময় চালক ট্রাক্টরটি পেছনে নেওয়ার সময় এর নিচে চাপা পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৌরসভার এক পরিচ্ছন্ন কর্মী জানান, সকালে সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়াতে যান। সেখানে ময়লা ট্রাক্টর থেকে নামানোর জন্য ট্রাক্টরটি যখন পেছনে নিচ্ছিল, তখন আল-আমিনের পা চাকার নিচে পড়ে যায়। নিহত আল-আমিনের ছোট ভাই নাঈম জানান, খবর পেয়ে ছুটে গিয়ে তিনি হাসপাতালে তার ভাইয়ের মৃতদেহ দেখেন। ভাইয়ের ৫টি সন্তান রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের কাছে নিহতের ভাই পরিবারকে সহযোগিতা করার দাবি জানিয়েছেন।

 

ভোরের আকাশ/রন