logo
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২৫ ১১:২৮
গাইবান্ধায়
কৃষকের রহস্যজনক মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি

কৃষকের রহস্যজনক মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শাহীন মিয়া (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, এই মৃত্যু নিয়ে এলাকায় জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ কামাল (দক্ষিণপাড়া) এলাকা থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাহীন মিয়া তরফ কামাল (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মিয়া পেশায় একজন কৃষক। সোমবার (১৩ জানুয়ারি) তিনি বাড়ির পেছনে ভেকু ও ট্রাক্টর দিয়ে পুকুর খননের কাজ করছিলেন। এদিন রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দীর্ঘ খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের পীরগঞ্জ উপজেলার পানেয়ার বিলের মধ্যে ডিপের খুঁটির সাথে তাকে অস্বাভাবিক ভঙ্গিতে পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা প্রথমে তাকে জীবিত ভেবে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।

এদিকে, মৃতের স্বজনরা বলছেন, শাহীন মিয়ার কোনো শত্রু ছিল না। তিনি ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ। তবে তার মৃত্যুতে রহস্য থেকে যাচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যেও নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার মুঠোফোনে বলেন, "খবর পেয়ে শাহীন মিয়ার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে।"

 

ভোরের আকাশ/রন