দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কমিটির তালিকা থেকে জানা যায়, আখাউড়া উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি পদে জয়নাল আবেদীন আব্দু এবং সাধারণ সম্পাদক পদে ডা. খোরশেদ আলম ভূঁইয়াকে নির্বাচিত করা হয়েছে। কমিটিতে ১১ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন কবির জীবনকে মনোনীত করা হয়েছে। এছাড়া ২৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অপরদিকে, আখাউড়া পৌর বিএনপির সভাপতি পদে মো. সেলিম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. আক্তার খান নির্বাচিত হয়েছেন। এ কমিটিতেও ১০ জন সহ-সভাপতি এবং ৩ জন যুগ্ম-সম্পাদক মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জালাল মিয়া। এ কমিটিতে ৬৬ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দীর্ঘদিন পর জেলা থেকে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, "সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক ও তার দোসরদের বাধার কারণে দীর্ঘদিন বিএনপি সম্মেলন করতে পারেনি। ৫ আগস্টের পর স্বাধীন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। কসবা-আখাউড়া বিএনপির দুর্দিনের কাণ্ডারি আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে আখাউড়ার ইতিহাসে নজিরবিহীন সফল সম্মেলনের ফল আজকের এ কমিটি।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া জানান, "দীর্ঘ ১৫ বছর পর স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে আমরা আনন্দিত।"
ভোরের আকাশ/রন