logo
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২৫ ১৪:৩৫
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
৩ পার্বত্য জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি

৩ পার্বত্য জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবি

"এক দফা এক দাবী—পার্বত্য জেলার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের মূল দাবী" এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে ৩ পার্বত্য জেলার ২৮৫টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের বিশেষ বিবেচনায় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য জেলার বেসরকারি শিক্ষক সমিতি।

বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পার্বত্য জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য জেলা বেসরকারি শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক পারু চাকমা, এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, ও পার্বত্য জেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা।

বক্তারা বলেন, অনগ্রসর ও দুর্গম এলাকা হিসেবে পার্বত্য জেলার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৪২৫ জন কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ বিবেচনায় জাতীয়করণ করার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে সরকার সুদৃষ্টি রাখবেন, এমনটাই তাদের প্রত্যাশা।

মানববন্ধন শেষে শিক্ষক সমিতির প্রতিনিধিরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

 

ভোরের আকাশ/রন