ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকাজুড়ে পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৪৫ লাখ ৮৯ হাজার টাকার অবৈধ মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি বিকেল পর্যন্ত চলা এ অভিযানে সীমান্তবর্তী শশীদল, সালদানদী, খারেরা, শংকুচাইল, বড়জ্বালা, ঘাগুটিয়া, মাদলা, কসবা এবং চন্ডিদার বিওপিতে এসব পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল: ৯টি গরু, ৬,৩২৮ পিস চকলেট, ৭৭১ পিস কসমেটিক্স, ২১ কেজি কিসমিস, ৪,৭৫৭ কেজি চিনি, ৪৪৯ বোতল চুলের তৈল, ৩৯৮ পিস কীটনাশক, ৯০৬ পিস তালা, ৮৬ কেজি ফুচকা, ১৮ বোতল বডি ওয়েল, ৬৩ হাজার পিস বাঁজি, ১১৭ কেজি রসুন, ২১৩ কেজি বাসমতি চাল, ১টি মোটরসাইকেল, ৫১৬ প্যাকেট সেমাই, ৫ কেজি গাঁজা, ৫৫ বোতল ইস্কফ সিরাপ, ১৯২ বোতল হুইস্কি এবং ১১ বোতল বিয়ার।
এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
ভোরের আকাশ/রন