logo
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২৫ ১৭:৫৪
ঈশ্বরগঞ্জে
জমি নিয়ে বিরোধ
বসতঘরে ঢোকার রাস্তায় ইটের দেয়াল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জমি নিয়ে বিরোধ

মোছা. রোকেয়া ইসলাম (৫৫) সম্প্রতি ঢাকায় ছোট মেয়ের বাসায় বেড়াতে যান। ঘরে তালা দিয়ে বের হয়েছিলেন। ফিরে এসে দেখেন, বসতঘরে ঢোকার মাঝের রাস্তায় ইটের দেয়াল তুলে দিয়েছেন তার স্বামীর দুই সহোদর ও ভাতিজা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। এই দেয়াল তৈরির ফলে গত তিন দিন ধরে মেয়েদের নিয়ে ঘরে ঢুকতে পারছেন না রোকেয়া।

এ অবস্থায় তিনি থানায় তিন জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, রোকেয়ার স্বামী জাহাঙ্গীর আলম মারা যান ২০০৯ সালে। স্বামীর রেখে যাওয়া তিন শতক জমির ওপর মেয়েদের নিয়ে বসবাস করছিলেন রোকেয়া। গত ১৮ ডিসেম্বর ঢাকায় ছোট মেয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখান থেকে গত ১২ জানুয়ারি ফিরে এসে দেখেন, বসতঘরে ঢোকার রাস্তায় ইটের দেয়াল তুলেছেন তার দেবর মো. শামীম মিয়া (৫৫), সেলিম মিয়া (৫৭) এবং ভাতিজা কমল (৪২)।

রোকেয়া ইসলাম বলেন, "আমার কোনো ছেলে নেই, চারটি মেয়ে। স্বামী মারা যাওয়ার পর থেকেই দেবররা এবং তাদের ভাতিজারা আমাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। তারা আমাদের এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। মানসম্মানের ভয়ে তাদের অত্যাচার সহ্য করেছি। আর সেই সরলতার সুযোগ নিয়ে এখন আমার ঘরে ঢোকার রাস্তাই বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, থানায় অভিযোগ করার পর পুলিশ আসলেও তারা আমাদের মারতে আসে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।"

এ প্রসঙ্গে মো. শামীম মিয়ার নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর ভাতিজা কমলের সঙ্গে কথা হলে তিনি বলেন, "আমরা আমাদের জায়গাতেই দেয়াল তুলেছি। যেই ঘরের কথা বলা হচ্ছে, সেটা ২০২২ সালে আমাদের নামে লিখে দিয়ে তাদের প্রাপ্য জমি বুঝে নিয়েছে তারা। এরপর তিন মাসের সময় চেয়েও বিভিন্ন টালবাহানা করে জমি ছাড়েনি। তাই বাধ্য হয়ে দেয়াল তৈরি করা হয়েছে।"

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, "লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি জমি সংক্রান্ত, উভয় পক্ষের সাথে আলোচনা না করে সমাধান করা যাবে না। দ্রুত উভয় পক্ষকে ডেকে এনে সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে।"

 

ভোরের আকাশ/রন