logo
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২৫ ২৩:৩০
পিরোজপুরে
ভ্যান ও রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর প্রতিনিধি

ভ্যান ও রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহযোগী সংগঠন ভ্যান ও রিক্সাচালক শ্রমিক ইউনিয়ন, পিরোজপুর জেলা উদ্যোগে এবং পিরোজপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় পিরোজপুরের ভ্যান ও রিক্সাচালক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভ্যান ও রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (১৫ই জানুয়ারি) বিকেল ৪টায়, জেলা শ্রমিক দল কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন রিপন, থানা শ্রমিক দলের সভাপতি বাবুল খান এবং সাধারণ সম্পাদক জব্বার মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যান ও রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহাগ শেখ এবং সাধারণ সম্পাদক মো. বাদশা শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা এবং তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে শ্রমিকদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।"

পরে উপস্থিত রিক্সা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

ভোরের আকাশ/রন