logo
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৫ ১৬:৫৭
শেরপুরে
রাষ্ট্র কাঠামো মেরামতের দাবি
বিএনপির বিক্ষোভ সমাবেশ
শেরপুর প্রতিনিধি

রাষ্ট্র কাঠামো মেরামতের দাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল এমপির আহ্বানে সদর উপজেলা বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌর পার্কে জড়ো হয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে থানামোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে যুক্ত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগণের চাহিদা পূরণে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত।”

তারা আরও বলেন, “দেশের সমস্যাগুলোর সমাধান নির্বাচিত জনগণের সরকারই করতে পারবে। তাই যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দেয়া উচিত।”

বক্তারা শেরপুর জেলা বিএনপির নেতা মাহমুদুল হক রুবেল এমপির নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তার যোগ্য নেতৃত্বে শেরপুর বিএনপি আরও এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি।”

 

ভোরের আকাশ/রন