logo
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৫ ১৭:৪৪
সিরাজগঞ্জে
বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি

বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। এ কারণে, বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রতন গুপ্ত, মোঃ ফেরদৌস আলম, মোঃ আব্দুর রহমান বাবু, সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, মোঃ মসিউর রহমান দীপ, মোঃ বকুল খান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন সবুজ এবং প্রচার সম্পাদক মহাদেব সাহা প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

 

ভোরের আকাশ/রন