logo
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৫ ১৮:১৫
সিরাজগঞ্জে
কাউন্সিলর তরিকুল হত্যার দ্রুত বিচার দাবীতে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি

কাউন্সিলর তরিকুল হত্যার দ্রুত বিচার দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নতুন ভাঙ্গাবাড়ি থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরবর্তীতে সিরাজগঞ্জ কোর্ট চত্বরে ৬ নং ওয়ার্ড ও নতুন ভাঙ্গাবাড়ির সকল নারী-পুরুষসহ স্থানীয়রা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবী জানিয়ে এবং হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি (শনিবার) দ্বিতীয় দফা পৌর নির্বাচনে সিরাজগঞ্জের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তরিকুল ইসলাম জয়লাভ করেন। পরে আনন্দ মিছিলের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনের সমর্থকরা নবনির্বাচিত কাউন্সিলরের উপর হামলা করে এবং ছুরিকাঘাত করে। গুরুতর আহত তরিকুলকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

 

ভোরের আকাশ/রন