logo
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৫ ১৮:২৬
পিরোজপুরে
বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের বাসভবনের আঙিনায় এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তারা আরজু নিরু, নির্বাহী পরিচালক গাজী কামরুজ্জামান শুভ্র, কার্যনির্বাহী সদস্য এম এ জলিল, কেএম মনিরুল ইসলাম সেলিম, এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব।

গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তারা আরজু নিরু বলেন, "অসহায় মানুষের পাশে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো।" পরে তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

 

ভোরের আকাশ/রন