পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের বাসভবনের আঙিনায় এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তারা আরজু নিরু, নির্বাহী পরিচালক গাজী কামরুজ্জামান শুভ্র, কার্যনির্বাহী সদস্য এম এ জলিল, কেএম মনিরুল ইসলাম সেলিম, এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব।
গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তারা আরজু নিরু বলেন, "অসহায় মানুষের পাশে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো।" পরে তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ভোরের আকাশ/রন