logo
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৫ ১৮:৫২
বাগেরহাটের চিতলমারীতে
জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস পালন
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস পালন

জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি ব্যবহার করে সবুজ জীবিকায়নকে মানুষের কাছে পৌঁছে দিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রজেক্ট বাগেরহাটের চিতলমারী উপজেলার উত্তর শিবপুর গ্রামে একটি কৃষক মাঠ দিবস উদযাপন করেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় উত্তর শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলন কুমার পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা, চিতলমারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সার ও কীটনাশক বিক্রেতা এবং ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রজেক্টের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রজেক্টের কর্মকর্তারা তাদের কর্মপদ্ধতি ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের শেষে জলবায়ু সহিষ্ণু কৃষি প্রদর্শনী প্লট প্রদর্শন করা হয়।

উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরে সিসিএ টিম খুবই আনন্দিত।

 

ভোরের আকাশ/রন