আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৫ ১৪:১৭
শ্রমিকদল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে শ্রমিক দলের এক নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাতিলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শ্রমিকদল নেতা শাফায়েত হোসেন খান ।
ভুক্তভোগী শ্রমিক দল নেতা শাফায়েত হোসেন খান বলেন, আমি নাজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। আমি ভ্যানে করে নাজিরপুর উপজেলায় যাওয়ার পথে পেছন থেকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাকে মারধর করতে করতে রাস্তার ওপর ফেলে রাখে। সেখানে নাজিরপুর সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক টুকুর নেতৃত্বে ছাত্রলীগের স্থানীয় ১০/১২ জন অজ্ঞাত নেতাকর্মী আমাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়লে রাস্তার ওপর রেখে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় টুকু ও তার দলবল আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক টুকু বলেন, শাফায়েত আমাকে মারধর করেছে। সকালে আমি পাতিলাখালী নামক স্থানে মাটি কাটার জন্য কিছু লোক নিয়ে ওখানে গেলে সে আমার ওপর আক্রমণ করে।
বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে আমার ফোর্স পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।