logo
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৫ ১৬:০০
চিতলমারীতে
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৫১তম শাখার উদ্বোধন
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৫১তম শাখার উদ্বোধন

হযরত খানজাহান আলী (রঃ) এর কীর্তি সমৃদ্ধ পূণ্যভূমি বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-এর ৫১তম শাখা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মোড়ে "আমিন টাওয়ার" এর দ্বিতীয় তলায় ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জসিম উদ্দিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহমেদ ইসমেত, চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ এখলাছুর রহমান, পরিচালক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক; কে এম তারিকুল ইসলাম, পরিচালক; মোঃ আব্দুল মজিদ, পরিচালক; শচীন্দ্র নাথ সমাদ্দার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, মোহাম্মদ শাহীন মোল্লা, প্রিন্সিপাল অফিসার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক চিতলমারী শাখা; চিতলমারী বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু; উপজেলা জামায়াতে সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম; চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুনসী এবং বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শিল্পী সাহা এবং প্রিন্সিপাল অফিসার জান্নাতুন বাকী।

 

ভোরের আকাশ/রন