logo
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৫ ১৮:৩১
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে
চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীসহ পাঁচ জন গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীসহ পাঁচ জন গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন: আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর (২২), উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এছাড়া স্বামী হত্যা মামলার বাদী ও দীর্ঘদিন ধরে আদালতে অনুপস্থিত মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাকিব মিয়া (৩০), ৩শ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামী গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের নয়ন মিয়া (৩৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মইখালী উত্তরপাড়া গ্রামের সাদিক মোল্লা (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২০১৬ সালের বহুল আলোচিত গাজীপুর জেলার জয়দেবপুর থানার টুটুল হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন পলাতক থাকার পর র‌্যাব-১৪ এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার ভোরে নেত্রকোণা জেলার দুর্গাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, “আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামী, সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী এবং মাদক মামলার আসামীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

ভোরের আকাশ/রন