logo
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৫ ১৯:০৭
সুনামগঞ্জে
দুই ভারতীয় নাগরিক আটক
সুনামগঞ্জ প্রতিনিধি

দুই ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক দুই ভারতীয় নাগরিক হচ্ছেন শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর ছেলে মালুছ গারো ও করল গারো। তারা আপন দুই ভাই।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে। সম্পর্কে তারা আপন দুই ভাই। আটকদের থানায় হস্তান্তরের কাজ চলছে।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আগামীকাল (১৮ জানুয়ারি) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।’

 

ভোরের আকাশ/রন